ময়মনসিংহের হালুয়াঘাট ভাবিকে পিটিয়ে হত্যার দায়ে দেবর সাত্তার মিয়া (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) গভীর রাতে উপজেলার গাজীরভিটা ইউনিয়নের নলকুড়া বশিগিরি মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে হালুয়াঘাট থানার ওসি তদন্ত শ্যামল চন্দ্র ধর জানান, শনিবার (২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বট গাছিয়াকান্দা গ্রামে ভাবি সঞ্জু বেগম (৩৫) রান্না করার সময় সাত্তার লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। পরে ওই নারীর চিৎকারে স্বজনরা এসে গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
তিনি আরও বলেন, নিহত সঞ্জু বেগম উপজেলার বটগাছিয়াকান্দা গ্রামের নজরুল ইসলামের স্ত্রী।
এ ঘটনার পরের দিন গত ৩ ফেব্রুয়ারি বড় ভাই নজরুল ইসলাম বাদী হয়ে ছোট ভাই সাত্তারের বিরুদ্ধে হালুয়াঘাট থানায় হত্যা মামলা দায়ের করেন।
বর্তমানে ওই ঘটনার পর থেকেই আসামি পলাতক ছিল। অবশেষে মঙ্গলবার রাতে পুলিশ অভিযান চালিয়ে ঘটনার তিন দিন পর দেবর সাত্তারকে গ্রেফতার করা হয় বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
Leave a Reply