দুর্নীতি দমন কমিশনের (দুদক) ভয়ে অনেকেই বাসা বাড়ি থেকে টাকা সরিয়ে ফেলছে বলে জানিয়েছেন সংস্থাটির পরিচালক ও বিমানবন্দরের ভ্রাম্যমাণ আদালতের আলোচিত সাবেক ম্যাজিস্ট্রেট বানসুরি এম ইউসুফ।
সোমবার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাসের মাধ্যমে তিনি এ কথা জানান। পাঠকদের জন্য তার স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হল-
‘দুইদিন আগে এক কর্মকর্তা বড়ভাই ফোন করে কইলেন, ইউসুফ তুমি এগুলান কি শুরু করছো? মানুষের বাড়িতে হানা দিচ্ছো। তোমার ভাবীতো ভয়ে রাতে ঘুমায় না।
আমি কইলাম, ভাই আপ্নে (আপনি) হুদাই ভাবীর উপর দিয়া চালাইয়া দিলেন। ঘুমতো আপনার হয়না।
গতকাল খবর পাইলাম, অনেকেই বাসা বাড়ি থেকে টাকা সরিয়ে ফেলতেছে। দূর সম্পর্কের আত্মীয় স্বজনের কাছে টাকার বস্তা লুকাইতেছে দুদকের ভয়ে।
ব্যাংকে টাকা রাখেনা, কারণ এখন ডিজিটাল ব্যাংকিং যুগে ব্যাংকে অবৈধ টাকা রাখা আর জেলে গিয়া রাত্রিযাপন করা একই কথা।
তো, আপনাদের যাদের কাছে দুর্নীতিবাজরা অবৈধ টাকা জমা রাখতেছে, তাদের একটা ভালো বুদ্ধি দেই..
ভুলেও এই টাকা আর ফেরত দেবেন না। টাকার জন্য কখনও প্রেশার দিলেই বলবেন, দুদককে খবর দিয়া দেবো।’
স্ট্যাটাসের নিচে কমেন্টস বক্সে তিনি লিখেন, ঠিক এই মুহুর্তে বর্তমানের এক হাজার এবং পাঁচশ টাকার নোট অচল ঘোষণা করা হলে, একটা খেইল দেখা যেত!
Leave a Reply