গ্রিনলাইন পরিবহনের একটি বাস থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করেছে র্যাব। র্যাব জানায়, যাত্রীবাহী বাসটি বৃহস্পতিবার (২১ নভেম্বর) কক্সবাজার থেকে ঢাকা যাচ্ছিল। গোপনে খবর পেয়ে চট্টগ্রাম নগরীর জাকির হোসেন রোডে বাসটি থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় বাসে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৯ হাজার ৬৬৮ পিস ইয়াবা উদ্ধার করা হয় যার দাম প্রায় ৪৯ লাখ টাকা।
এ ঘটনায় বাসের চালক মো. মোফাজ্জল হক ও হেলপার মো. হাবিবুর রহমানকে আটক করা হয়েছে এবং নগরীর খুলশী থানায় মামলা হয়েছে। আটক ব্যক্তিরা র্যাবের জিজ্ঞাসাবাদে জানিয়েছে, তারা দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত। তারা নিয়মিত কক্সবাজার থেকে ইয়াবার চালান দেশের বিভিন্ন স্থানে পৌঁছে দিতো।
Leave a Reply