বোরকা কিনে দেওয়ার কথা বলে রংপুর নগরীর একটি আবাসিক হোটেলে নিয়ে কলেজছাত্রীকে ধ’র্ষ’ণের অ’ভিযো’গ উঠেছে প্রেমিকের বি’রু’দ্ধে।
ধ’র্ষ’ণের শি’কার ওই কলেজছাত্রী র’ক্তা’ক্ত অবস্থায় বাড়ি ফিরে গেলে স্বজনরা তাকে রংপুর মেডিকেলে ভর্তি ক’রে।
শনিবার (২১ নভেম্বর) বিকেলে মিঠাপুকুর উপজেলায় এ ঘ’ট’না ঘ’টে।
শনিবার রাতে রংপুর মেডিকেলে ভর্তির পর চি’কিৎসা’ধী’ন ওই কলেজছাত্রী জানান, শনিবার বিকেলে বোরকা কিনে দেওয়ার কথা বলে মিঠাপুকুর উপজেলার বৈরিগঞ্জ থেকে তার প্রেমিক মিজানুর রহমান তাকে রংপুর নগরীর সালেক মার্কেটে নিয়ে আসে। এ সময় জো’র ক’রে পাশে রংপুর আবাসিক হোটেলে নিয়ে তাকে ধ’র্ষ’ণ ক’রে সটকে পড়ে। বাড়ি ফিরে যাওয়ার পর টের পেয়ে পরিবারের লোকজন তাকে মেডিকেলে ভর্তি ক’রে।
ভু’ক্তভো’গী কলেজছাত্রী বলেন, মিজান আমাকে বোরকা কিনে দেবে বলে সালেক মার্কেটে নিয়ে যায়। তারপর সেখান থেকে সে আমাকে হোটেলে নিয়ে যায়। হোটেলে গিয়ে সে আমার সঙ্গে জো’রপূ’র্বক শা’রীরি’ক স’ম্পর্ক ক’রে।
ভু’ক্তভো’গী কলেজছাত্রীর ভাই বলেন, ভাই হিসেবে আমার মনে কি চলছে, সেটা একমাত্র আমি জানি। এ রকম যেন কারও বোনের সঙ্গে না হয়। আমি মিজানের বি’চার চাই।
তবে ওই আবাসিক হোটেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ ক’রা হলে তারা ঘটনাটি অস্বীকার ক’রে।
রংপুর আবাসিক হোটেল কর্তৃপক্ষের এক কর্মকর্তা বলেন, আমাদের এখানে আসে নাই। আমরা বলতে পা’রব না। আমাদের এখানে আমরা কাগজপত্র ছাড়া আমরা কোনও মেয়েকে হোটেলে উঠাই না।
খবর পেয়ে মিঠুপুকুর থানা-পুলিশ তদন্ত ক’রছে। ঘটনাস্থল হিসেবে আলোচনায় আসায় মহানগর পুলিশও বিষয়টির খোঁজখবর নিচ্ছে।
মিঠাপুকুর থানা উপপরিদর্শক আজাদ মিয়া বলেন, যে এ ঘ’টনা’র সঙ্গে জড়িত আছে বা সন্দেহ ক’রা হচ্ছে তার বিষয়েও তাকে গ্রে’ফতা’রের জন্য যথাযথভাবে কা’র্যক্র’ম চল’ছে।
ধ’র্ষ’ণের শি’কার কলেজছাত্রীকে রংপুর মেডিকেলের ওয়ান স্টপ ক্রাইসি সেন্টারে স্থানান্তর ক’রা হয়েছে।
গুরুত্বপূর্ণ সব সংবাদ পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
Leave a Reply