রংপুর নগরীর সেনপাড়া এলাকার গাইনি চিকিৎসক অ’পহৃ’ত হবার ২১ মাস পর ঢাকার মোহাম্মদপুর থেকে তাকে উ’দ্ধার করেছে সিআইডি পুলিশ। গ্রে’ফ’তার করা হয়েছে অ’পহ’র’ণকারীকে। মঙ্গলবার নগরীর কেরানী পাড়া এলাকায় অবস্থিত সিআইডি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ খবর জানান রংপুর সিআইডির পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস।
সংবাদ সম্মেলনে সিআইডির পুলিশ সুপার জানান, গত বছরের মার্চ মাসে রংপুর নগরীর ব্যবসায়ী আব্দুল গফুরের মেয়ে গাইনি বিভাগের চিকিৎসক ডাঃ আয়েশা ছিদ্দিকা মিতু (৩৪) অ’পহৃ’ত হয়েছে মর্মে তার বাবা রংপুরের কোতয়ালী থা’নায় একটি অ’প’হ’র’ণ মাম’লা দায়ের করেন। মা’ম’লায় তিনি অ’ভিযো’গ করেন নগরীর আলমনগর কলোনির নাপিত রফিকুল ইসলাম ওরফে বাপ্পি তার মেয়েকে অ’পহ’র’ণ করে নিয়ে গেছে।
এ ঘটনায় দীর্ঘদিন পুলিশ চেষ্টা করেও অ’পহৃ’ত চিকিৎসক ডাঃ মিতুকে উ’দ্ধা’র করতে পারেনি। পরে মাম’লা’টি তদ’ন্তের জন্য সিআইডি পুলিশের কাছে দেয়া হয়। সিআইডি পুলিশের তদ’ন্তকা’রী কর্মকর্তা এস আই ইউনুছ দীর্ঘদিন ধরে অনুস’ন্ধান চালিয়ে ডা, মিতুকে সোমবার রাতে ঢাকার মোহাম্মদপুর এলাকার চানমিয়া হাউজিং-এর একটি বাসা থেকে উ’দ্ধা’র করে। অ’পহ’র’ণকারী বাপ্পিকে গ্রে’ফতার করে।
সিআইডির পুলিশ সুপার জানান, গাইনি বিভাগের চিকিৎসক মিতু এর আগের স্বামীকে ডি’ভো’র্স দিয়ে বাপ্পির সাথে প্রেমের সম্প’র্ক গড়ে তোলে। তার আগের স্বামীর ঘরের একটি পুত্রসন্তান এবং বাপ্পির ঘরে একটি সন্তান রয়েছে। তারা অনেক দিন আগেই বিয়ে করে সংসার করে আসছিল বলে সিআইডিকে জানায়। যেহেতু অ’পহ”রণ মা’ম’লা হয়েছে সে কারণে তাদের উ’দ্ধা’র করে আ’দাল’তে সোপর্দ করা হবে।
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে সিআইডি পুলিশ সুপার জানান, চিকিৎসক মিতুর সাথে ৮/৯ বছর ধরে বাপ্পির সাথে প্রে’মের সম্প’র্ক। এর আগেও একবার তারা দুজনে পা’লিয়ে গিয়েছিল। অনেক বুঝিয়ে তাকে বাড়িতে আনা হলেও আবারো তারা পা’লি’য়ে যায়। অ’প’হৃ’ত বাপ্পি পেশায় নাপিত হলেও সে মিতুর বাবার ব্যবসায় ম্যানেজারের দায়িত্ব পালন করত। দীর্ঘ ২১ মাস যাবৎ গাইনি বিভাগের চিকিৎসক মোহাম্মদপুরে চেম্বার দিয়ে সেখানে রোগী দেখত। সে যা রোজগার করত তাই দিয়ে বাসা ভাড়াসহ তাদের সংসার খরচ চলত বলে মিতু জানিয়েছে।
এছাড়াও ডা. মিতু জানিয়েছে, বাপ্পির সাথে ২১ মাস বিবাহিত জীবনে তাদের একটি পুত্রসন্তান হয়েছে। তারা সুখেই আছে। বরং তার বাবা তাদের নামে মি’থ্যা মা’ম’লা করেছে বলে দাবি করেছে ডাঃ মিতু।
গুরুত্বপূর্ণ সব সংবাদ পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
Leave a Reply