সম্প্রতি বিয়ের পিঁড়িতে বসেছেন দর্শকপ্রিয় অ’ভিনেত্রী অ’পর্ণা ঘোষ। কিন্তু বিয়ের ১৫ দিন পরই বিচ্ছেদ ঘটল দুজনের! বিমানবন্দরের সামনে ফ্লাড লাইট জ্ব’লছে। পৌষের আকাশে খা’নিকটা কুয়াশা।
লাইটের আলোর সীমা ছাড়িয়ে যেতে দৃষ্টি অক্ষম। ব্যাগ অ্যান্ড ব্যাগেজ বিমানবন্দরের ৫ নম্বর গেটের সামনে দাঁড়িয়ে আছেন অ’ভিনেত্রী ও তার বর সত্রাজিৎ সহ অনেকে।
বেশ কিছু স্থিরচিত্রে এমন দৃশ্য দেখা যায়। কিন্তু বিয়ের পর পর কোথায় ছুটলেন অ’পর্ণা ঘোষ? এ অ’ভিনেত্রী জানিয়েছেন, তিনি কোথাও যাচ্ছেন না। সত্রাজিৎ জরুরি কাজে জা’পান গেলেন। তাকে বিদায় জানাতে বিমানবন্দরে গিয়েছিলেন তিনি।
গত ১০ ডিসেম্বর সত্রাজিৎ-এর সঙ্গে সাতপাকে বাঁ’ধা পড়েন অ’পর্ণা ঘোষ। তারপর থেকে একসঙ্গে সময় কা’টাচ্ছি’লেন এই নবদম্পতি। গত ২৫ ডিসেম্বর জা’পানে গিয়েছেন তার বর। কিন্তু বরের সঙ্গে কা’টা’নো সময় খুব মিস করছেন এই অ’ভিনেত্রী।
অ’পর্ণা ঘোষ বলেন- শুনেছি, বিয়ে করলে নাকি সময় ভালো কাটে। তার প্রমাণ পেলাম। ওর সঙ্গে কা’টানো সময়গুলো এখন খুব মিস করি। ওকে খুব মিস করছি। তবে কিছু করার নেই। ওর ওখানে কাজ আছে।
তাই ওকে যেতে হয়েছে। বিয়ের কারণে দীর্ঘ ১ মাস শুটিং থেকে দূরে ছিলেন অ’পর্ণা। গত ২৭ ডিসেম্বর ‘তো’লপা’ড়’ নামে একটি নাট’কের শু’টিংয়ের মাধ্যমে আবারো লাইট-ক্যামেরা-অ্যা’কশ’নে ফিরেছেন এই অ’ভিনেত্রী।
গুরুত্বপূর্ণ সব সংবাদ পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
Leave a Reply