টা’ঙ্গাইলের মির্জাপুরে প্রতারণার ফাঁ’দে ফেলে প্রবাসী ভাইয়ের স্ত্রীকে ধ’র্ষণের অ’ভিযোগ উঠেছে দেবরের বিরু’দ্ধে। ধ’র্ষণের শিকার গৃহবধূ এখন সাত মাসের অন্তঃস’ত্ত্বা।
ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। নি’র্যাতনের শিকার গৃহবধূ দুই সন্তান নিয়ে বর্তমানে বাড়িছাড়া। উপজে’লার ওয়াশি ইউনিয়নে এ ঘটনা ঘটে।
গৃহবধূর অ’ভিযোগ, তার স্বামী দীর্ঘদিন ধরে বিদেশ থাকেন। গেলো ২৮ জুলাই নিজ ঘরে প্রথমবার দেবরের ধ’র্ষণের শিকার হন তিনি। এরপর ঘটনার ন্যায়বিচার চেয়ে তিনি টা’ঙ্গাইলের নারী ও শিশু নি’র্যাতন দমন ট্রাইব্যুনাল আ’দালতে দেবরকে আ’সামি করে একটি মা’মলা করেন।
ভিকটিম আজ গণমাধ্যমকে জানান, প্রায় ১১ বছর আগে ওই প্রবাসীর স’ঙ্গে তার বিয়ে হয়। তাদের সংসারে নয় বছরের একটি ছেলে ও সাত বছরের একটি মেয়ে রয়েছে। ভাই বিদেশ থাকার সুযোগে ভাবিকে দীর্ঘদিন ধরে কু’প্রস্তাব দিয়ে আসছিল দেবর সাইফুল।
গেল ২৮ জুলাই ভিকটিমের দুই সন্তান নানার বাড়িতে বেড়াতে যায়। এই সুযোগে সাইফুল রাতে ভাবির ঘরে ঢুকে ধ’র্ষণ করে। পরে গৃহবধূ বি’ষয়টি তার শাশুড়িকে জানান। কিন্তু ছেলেকে রক্ষা করার জন্য কোনো বিচার না করে পুত্রবধূকে শিশুসন্তানসহ বাড়ি থেকে তাড়িয়ে দেয়ার ভয় দেখান। সেইস’ঙ্গে বি’ষয়টি গো’পন রাখতে বলেন।
এদিকে বিভিন্ন ভয় দেখিয়ে ভাবিকে প্রায়ই ধ’র্ষণ করতে থাকে সাইফুল। স্বামীর সংসার রক্ষা ও শিশুদের বাঁচাতে বি’ষয়টি গো’পন রাখে। এরই মধ্যে গৃহবধূ সাত মাসের অন্তঃস’ত্ত্বা হয়ে পড়েন।
বি’ষয়টি নিয়ে সালিশে কেশবপুর গ্রামের মাতবর চাঁন মিয়া, বরুটিয়া গ্রামের হায়দার, জাকির, শাহিনসহ অনেকেই উপস্থিত ছিলেন। গ্রাম্য সালিশে মাতবরদের মধ্যে দুইটি গ্রুপে বিভক্ত হওয়ায় বি’ষয়টি মীমাংসা হয়নি। নিরুপায় হয়ে গৃহবধূ আ’দালতে মা’মলা দায়ের করেন।
এ ব্যাপারে ভাবিকে ধ’র্ষণ মা’মলার আ’সামি বলেন, আমা’র বড়ভাই বিদেশ থাকেন। ভাবি কিভাবে অন্তঃত্ত্বা হয়েছে এটা আমি জানি না। আমাকে ফাঁ’সানো হয়েছে। টা’ঙ্গাইলের ডিবির এসআই মো. আলমগীর হোসেন জানিয়েছেন, গৃহবধূর দায়ের করা নারী ও শিশু নি’র্যাতন দমন ট্রাইব্যুনালে মা’মলাটি এখন পর্যন্ত হাতে পাওয়া যায়নি।
গুরুত্বপূর্ণ সব সংবাদ পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
https://www.facebook.com/BangaliTimesofficel
Leave a Reply