ফেসবুকে পরিচয়, অতঃপর সেই ফেসবুক বন্ধুর আহবানে চট্টগ্রাম থেকে যশোর চলে আসেন স্কুলশিক্ষিকা। এরপর রূপ পাল্টে ফেলেন তারিকুল ইসলাম নামের ওই ফেসবুক বন্ধু। কৌশলে তাকে হোটেলে রাতভর আট’কে রাখে।
পরে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পু’লিশের একটি দল অ’ভিযান চালিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় যশোর কোতোয়ালি থানার মাইকপট্টি কেশব লাল রোডের একটি হোটেল থেকে ওই স্কুলশিক্ষিকাকে উ’দ্ধার করে। গ্রে”প্তার করা হয় তারিকুল ইসলাম নামের প্রতারক ওই যুবককে।
নগর গোয়েন্দা পু’লিশের অতিরিক্ত উপকমিশনার আবু বকর সিদ্দিক শুক্রবার সকালে সাংবাদিকদের বলেন, ফেসবুকে স্কুলশিক্ষিকার বন্ধুত্ব হয় যশোরের খালিশপুর এলাকার তারিকুল ইসলামের স’ঙ্গে। বন্ধুর আহ্বানে গত ম’ঙ্গলবার চট্টগ্রাম থেকে যশোরে ছুটে যান ওই শিক্ষিকা।
গুরুত্বপূর্ণ সব সংবাদ পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
Leave a Reply