আমার ছোট বোন অনিমাকে খুজে পাওয়া যাচ্ছে না। গত ২৩ মার্চ থেকে সকাল থেকে সে নিখোজ। এখন পর্যন্ত তাকে পাওয়া যায় নি। ওর বয়স মাত্র এগারো বছর। সে ঢাকায় একেবারেই নতুন। চলতি মার্চ মাসের শুরুর দিকে আমার মা রাজবড়ি থেকে অনিমা সহ আমার বড় বোনের বাসায় বেড়াতে আসেন। আপুর বাসা ধানমন্ডির জাফরাবাদের পুলপাড় এলাকায়। ২৩ তারিখে বেলা সোয়া এগারোটার দিকে কাউকে কিছু না বলে অনিমা বাসা থেকে বের হয়ে যায়। এরপর থেকে তাকে আর খুজে পাওয়া যাচ্ছে না।
আমি সবাইকে অনুরোধ করছি অনিমার ছবি ও তথ্যগুলো শেয়ার করতে। এতে করে হয়তো আমার বোনকে খুজে পাওয়া যেতে পারে। ওর উচ্চতা আনুমানিক ৪’ ১০’’। গায়ের রং শ্যামলা। বাসার সামনের সিসিটিভি ফুটেজে দেখা যায় 23-03-21 তারিখে বেলা ১১টা ১৭ মিনিটে সে বাসা থেকে বের হচ্ছে। সেই সময় তার পরনে ছিল গাঢ় বেগুনি রঙের কামিজ, নীল পায়জামা আর হলুদ ওড়না।
যোগাযোগ:
ভাই: 01743687468
01765569329